Headmaster

প্রধান শিক্ষকের বাণী

শিক্ষা সংস্কৃতির চারণভূমি, প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত ছায়াঘন, মায়াবী পরিবেশে হরিণা গ্রামে “হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়” টি প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার শিক্ষানুরাগী, জ্ঞানী, গুণী, সচেতন অভিভাবকের অকৃত্রিম প্রচেষ্টায় এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সুদক্ষ পরিচালনায় আর কর্মরত দক্ষ, অভিজ্ঞ শিক্ষক-মণ্ডলীর পদ্ধতিগত পাঠদানে বিদ্যালয়ের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জে.এস.সিএস.এস.সি কৃতি শিক্ষার্থীর পাদচারণায় বিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হচ্ছে।

বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বিজ্ঞান-মনস্ক শিক্ষার্থী গড়ে তোলার লক্ষে দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান সৃষ্টির মানসে অন্যান্য বছরের ন্যায় এ বছরও বিদ্যালয় ডায়েরী রচিত হচ্ছে। ডায়েরী শুধু দিনলিপি নয়; এটি প্রকৃত শিক্ষার জন্য ত্রিমুখী প্রক্রিয়ার একটি ধারক। এর মাধ্যমে শিক্ষার্থীর দৈনন্দিন পাঠ ও বাড়ীর কাজ-প্রস্তুতি, অগ্রগতি/অবনতি, মূল্যায়ন, পরামর্শসহ একজন শিক্ষার্থীর জীবন বৃত্তান্ত এক নজরে জানা যাবে। সরকারী মহতী উদ্যোগ “ঝরা পড়া রোধ” এবং শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর চরিত্র গঠনে সহায়ক একটি রেজিস্টার। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক গড়ে উঠবে । শিক্ষার্থীর পড়ালেখার মান উন্নত হবে ।
তাই এ ‘ডায়েরী’ হোক শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীর শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের বার্ষিক “রোডম্যাপ” ।
আমাদের সকলের কর্ম প্রচেষ্টায় জাতির ভবিষ্যৎ কর্মধার “শিক্ষার্থীরা” যোগ্য ও বিদ্বান নাগরিক হিসেবে গড়ে উঠুক  এ কামনা ।

প্রদীপ কান্তি ধর
বি.এস.সি, বি.এড, এম.এ, এম.এড
প্রধান শিক্ষক হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়