Home

যে কোন নোটিশ দেখতে ক্লিক করুনঃ

প্রতিষ্ঠানের ইতিহাস


অত্র শিক্ষা প্রতিষ্ঠান  ” হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়”টি ২০০৮খ্রিঃ-এ অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তি,জমিদার, সমাজসেবক এবং মহান মুক্তিযুদ্ধে গরিবদুঃখী মানুষের সহায়তাকারী এবং বীরমুক্তিযোদ্ধাদের খাবার ও আশ্রয়দানকারী হাজী মোস্তাক আহমদ চৌধুরী’র সুযোগ্যপুত্রদ্বয়  জনাব চৌধুরী মোঃ জিয়াউল হক (মাননীয় অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্রী বাংলাদেশের সরকার) এবং মরহুম ফরিদুল আলম চৌধুরী ১.০৮একর জমি দান করে পিতার নামে প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হরিণা গ্রামে অবস্থিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান।  অনগ্রসর এলাকায় শিক্ষা বিস্তারে অত্র শিক্ষা প্রতিষ্ঠান ” হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়” অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে,যা পরীক্ষার ফলাফল দেখলে প্রতীয়মান হয়। এক্ষেত্রে হাজী মোস্তাক আহমদ চৌধুরী’র পুত্রদ্বয় এর অবদান এলাকাবাসী চিরদিন মনে রাখবে এবং তাঁদের সহযোগিতায় বিদ্যালয় শিক্ষা কার্যক্রমের  শ্রেণিকক্ষ নির্মাণ করা অংশ এখনো বিদ্যমান রয়েছে ।