Chairman

বাণী

        

সভাপতির বাণী


চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের প্রাণকেন্দ্র সুজলা, সুফলা প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত হরিণা গ্রামে এলাকার গরীব দুঃখী খেটে-খাওয়া মানুষের এবং বিদ্যুৎসাহী জনগণের অনুরোধে ছাত্র-ছাত্রীর শিক্ষা-সংস্কৃতির কথা বিবেচনা করে ধর্ম মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম-সচিব, জনাব চৌধুরী মোঃ জিয়াউল হক, তাঁর পৈতৃক জমি ১.০৮ একর দান করতঃ মরহুম পিতার নামে “হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়” টি ০১/০১/২০০৮ খ্রিঃ প্রতিষ্ঠা করেন । প্রতিষ্ঠালগ্ন থেকে হাজী পরিবারের সুযোগ্য সন্তান জনাব জয়নুল আলম চৌধুরী প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর দক্ষ পরিচালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দের অকৃত্রিম প্রচেষ্টায় ২০১০ ইং সাল থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জে.এস.সি এবং ২০১২ সাল থেকে এস.এস.সি পরীক্ষা দিয়ে আসছে। বিগত ০৫ বছরের ফলাফল বিশেষণে দেখা যায় লোহাগাড়া উপজেলায় এ নতুন বিদ্যালয় তুলনামূলকভাবে অনেক ভাল ফলাফল করেছে। গড় পাশের হার ১২% । শ্রদ্ধেয় মামা, জনাব জয়নুল আলম চৌধুরীর বার্ধক্যজনিত কারণে সভাপতির পদ থেকে অবসর নিলে, প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি এবং স্থানীয় অভিভাবক, বিদ্যুৎসাহী ও গণ্যমান্য ব্যক্তির অনুরোধে গত ৩/১০/২০১৭ তারিখ থেকে বিদ্যালয় পরিচালনা পর্ষদে সভাপতি হিসেবে অধিষ্ঠিত হই । বিদ্যালয়ের পড়া-লেখার মান ভাল । বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে রচিত বিদ্যালয় ডায়েরী ছাত্র-শিক্ষক-অভিভাবকের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে। তাতে শিক্ষার্থীরা হবে চরিত্রবান ও মূল্যবোধের অধিকারী সুনাগরিক আর শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় নতুন ক্ষেত্র সৃষ্টি হবে ছাত্র-ছাত্রীরা অধ্যবসায়ী, অভিভাবকেরা সচেতন এবং শিক্ষকবৃন্দ অধিক আন্তরিক হলে এ বিদ্যালয়ের মান ভবিষ্যতে আরও উন্নত হবে সন্দেহ নেই। বিদ্যালয় ডায়েরী রচনার মাধ্যমে এর অগ্রযাত্রাকে সাধুবাদ জানাই । সফল হোক সকল কর্মপ্রচেষ্টা ।

আলহাজ্ব এ্যাডঃ মেসবাহ উদ্দীন  আহমদ চৌধুরী কচির
সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ

হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়